ছবি সংগৃহীত
ইয়েমেনে ভারতীয় নাগরিক ও নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ ঘোষণা করেছে দেশটির আদালত। আগামী ১৬ জুলাই এই রায় কার্যকর হতে পারে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
কেরালার পালাক্কাদের কোলেনগোদের বাসিন্দা নিমিশা ২০০৮ সালে নার্সিং পেশায় যুক্ত হয়ে ইয়েমেন যান। দীর্ঘদিন চাকরির পর তিনি স্থানীয় নাগরিক তালাল আবদো মেহদীর সঙ্গে যৌথ ব্যবসা শুরু করেন। কিন্তু ২০১৭ সালে তাঁদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
পরিবারের দাবি, মেহদী জোর করে প্রিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল। সেখান থেকে মুক্তি পেতে তিনি মেহদীকে ঘুমের ওষুধ খাওয়ান। কিন্তু অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের ফলে মেহদীর মৃত্যু হয়। পালানোর চেষ্টা করার সময় প্রিয়াকে আটক করা হয় এবং ২০১৮ সালে তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।
গত তিন বছর ধরে তিনি ইয়েমেনের কারাগারে বন্দি। ইসলামিক আইন অনুযায়ী ‘দিয়াহ’ অর্থাৎ ক্ষতিপূরণ দিয়ে দণ্ড লঘু করার চেষ্টা করেছে প্রিয়ার পরিবার। তবে নিহতের পরিবার সেটি প্রত্যাখ্যান করে।
ভারতের বহু মানবাধিকার সংগঠন এবং কেরালা রাজ্য সরকার তাঁর প্রাণরক্ষায় সক্রিয় হয়েছে। সামাজিক মাধ্যমেও চলছে সহানুভূতির ঢল। তবুও নির্ধারিত সময় অনুযায়ী ১৬ জুলাই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা প্রবল।
এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এবং মৃত্যুদণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News