ছবি সংগৃহীত
ভারতের পুনে শহরে সংঘটিত একটি নারকীয় ঘটনার খবর প্রকাশ্যে এসেছে, যা নাড়িয়ে দিয়েছে সমাজের নিরাপত্তা-বোধ। কুরিয়ার ডেলিভারি বয়ের ছদ্মবেশে এক ধর্ষক ২৫ বছর বয়সী এক তরুণীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করেছে।
ঘটনাটি ঘটে পুনের কোন্ধোয়ার একটি অভিজাত আবাসিক এলাকায়। ধর্ষক প্রথমে ওই তরুণীর মুখে রাসায়নিক স্প্রে করে, তারপর ভয়াবহভাবে তাকে ধর্ষণ করে। শুধু এখানেই শেষ নয়—অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর তরুণীর মোবাইল ফোনে নিজের একটি সেলফি তোলে এবং তাতে ভয়ঙ্কর বার্তা লিখে রেখে যায়— “আমি আবার আসবো”।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর বরাতে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয় সেজে তরুণীর বাসায় হাজির হয়। দরজা খুলতেই তরুণী জানিয়ে দেন, তার কোনো কুরিয়ার আসার কথা নয়। তখন ওই ব্যক্তি জোর দিয়ে বলে, একটি কাগজে শুধু স্বাক্ষর দিলেই হবে।
তরুণী দরজা খোলার সঙ্গে সঙ্গেই মুখের ওপর স্প্রে করে দেয় সে। তখনই তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার আগে নিজের মোবাইলে একটি সেলফি তোলে এবং ওই ভয়ংকর বার্তা লিখে রেখে যায়।
ঘটনার পরপরই থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। পুনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আতঙ্কজনক। তদন্ত জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডসহ সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানিয়েছে, ধর্ষণের পর ভুক্তভোগীর মোবাইল থেকে কিছু ডেটা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, যা অপরাধীর পূর্বপরিকল্পনারই ইঙ্গিত দেয়।
এই ঘটনায় শুধুমাত্র পুনের অভিজাত এলাকাই নয়, গোটা ভারতের মধ্যবিত্ত ও একাকী বসবাসরত নারীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও পরিচয় যাচাইয়ের ঘাটতি নিয়েও প্রশ্ন উঠছে।
নারী অধিকারকর্মীরা বলছেন—এ ঘটনা শুধু এক তরুণীর সঙ্গে ঘটে যাওয়া পাশবিকতা নয়, বরং তা সমগ্র সমাজের চেতনাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। নারীর নিরাপত্তা নিয়ে প্রশাসনকে এখনই আরও কঠোর, প্রযুক্তিনির্ভর ও মানবিক পদক্ষেপ নিতে হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News