ছবি সংগৃহীত
গাজায় চলমান ভয়াবহ যুদ্ধাবস্থার মধ্যে যুদ্ধবিরতির একটি চূড়ান্ত প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ‘ইতিবাচক জবাব’ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রস্তাবের ভিত্তিতে হামাস এই প্রতিক্রিয়া জানায় এবং আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানায়।
শুক্রবার (৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামাস ইতোমধ্যেই কাতার ও মিশরকে তাদের ‘ইতিবাচক’ জবাব পৌঁছে দিয়েছে।
হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা মনে করি এই ইতিবাচক প্রতিক্রিয়া চুক্তি অর্জনে সহায়ক হবে। যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা এবং বন্দি মুক্তি নিয়ে আলোচনায় আমরা প্রস্তুত।”
এক বিবৃতিতে হামাস জানায়, “গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের প্রস্তাব নিয়ে আমরা নিজেদের মধ্যে ও অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে পরামর্শ করেছি। আমরা এই কাঠামোর আলোকে আলোচনায় বসতে সম্পূর্ণ প্রস্তুত।”
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন, যেখানে ইসরাইল আগেই সম্মতি জানায়। ট্রাম্পের ভাষায়, “এই সময়ের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ চলবে।”
তবে যুদ্ধবিরতির আলোচনা চললেও মাটির ওপর বাস্তবতা ভিন্ন।
শুক্রবার গাজা সিটির আল-সাবরা গার্লস স্কুল ও আল-হুররিয়া স্কুলে ইসরাইলি ড্রোন হামলায় প্রাণ হারায় বেশ কয়েকজন। খান ইউনিস ও জাবালিয়াতেও একই চিত্র। রাফায় গুলিবিদ্ধ হয়েছেন আইসিআরসি ফিল্ড হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী। রেড ক্রস জানায়, “এটাই গাজার প্রতিদিনের চিত্র। মানবিকতার কোনও জায়গা নেই।”
জাতিসংঘ বলছে, ইসরাইল ইতোমধ্যে গাজার ৮৫ শতাংশ এলাকাকে ‘সামরিক এলাকা’ ঘোষণা করেছে। শুধু মার্চ মাসের পর থেকে নতুন করে গৃহহীন হয়েছেন প্রায় ৭ লাখ ১৪ হাজার মানুষ।
চার মাস ধরে গাজায় ঢোকেনি একফোঁটা জ্বালানিও। স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নাসের হাসপাতাল এখন পুরোপুরি একটি ‘ট্রমা ওয়ার্ড’। ত্রাণ বিতরণকেন্দ্রগুলোও পরিণত হয়েছে লক্ষ্যবস্তুতে।
জাতিসংঘের মানবাধিকার দফতর জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত ত্রাণ কেন্দ্র ও কনভয়ের আশপাশে নিহতের সংখ্যা অন্তত ৬১৩ জন, যার অধিকাংশই শিশু ও তরুণ।
বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জোর আলোচনা থাকলেও বাস্তবতা বলছে, গাজা এখনো ধ্বংস, দুর্ভিক্ষ ও মৃত্যুর এক ভয়ংকর উপত্যকা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News