ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 03:30 AM, 05 July 2025.
Digital Solutions Ltd

করাচিতে পাঁচতলা ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা অনেক মানুষ

Publish : 03:30 AM, 05 July 2025.
করাচিতে পাঁচতলা ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা অনেক মানুষ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

পাকিস্তানের করাচির লায়ারি এলাকায় ধসে পড়েছে একটি পুরনো ৫ তলা আবাসিক ভবন। শুক্রবার বিকেলের দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৫ জন নারী, ৮ জন পুরুষ এবং ৭ বছর বয়সী একটি শিশু।

ধ্বংসস্তূপের নিচে এখনো কমপক্ষে ২৫ থেকে ৩০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ধসে পড়া ভবনটি করাচির পুরোনো শহর এলাকার শাইখা রোডে অবস্থিত। করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, ভবনটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল এবং কয়েক বছর আগেই নগর কর্তৃপক্ষ একে ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল।

মেয়র বলেন, “পুরোনো শহর এলাকায় এমন বিপজ্জনক ভবনের সংখ্যা ৪০০-এর বেশি। বাসিন্দাদের বহুবার সতর্ক করা হলেও অনেকেই কোনো কর্ণপাত করেননি। আজকের দুর্ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা হওয়া উচিত।”

ধসে পড়া ভবনের পাশে অবস্থিত দুটি আবাসিক ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় ভবনটিতে ছয়টি পরিবার বসবাস করছিল বলে নিশ্চিত করেছে দক্ষিণ করাচির উপ পুলিশ কমিশনার।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সিন্ধ প্রাদেশিক সরকারকে উদ্ধার ও সহায়তায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

ভবন ধসের কারণ ও দায়িত্ব নির্ধারণে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সিন্ধ প্রাদেশিক সরকার। স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনি জানিয়েছেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

করাচির লায়ারি এলাকার মতো পুরোনো শহরাঞ্চলে অবকাঠামোর দুর্বলতা ও ভবনের ঘনত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। নগর প্রশাসনের একাধিক সতর্কবার্তার পরও এই এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোর প্রতি বাসিন্দাদের উদাসীনতা এবং কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত নীরবতা আজকের ট্র্যাজেডিকে যেন অবশ্যম্ভাবী করে তুলেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়