ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:18 AM, 06 July 2025.
Digital Solutions Ltd

ভারতে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় তোলপাড়, তদন্তে পুলিশ

Publish : 01:18 AM, 06 July 2025.
ভারতে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় তোলপাড়, তদন্তে পুলিশ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাতে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই'র বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার ভিডিও সামনে আসার পর কংগ্রেস এবং বিজেপি—দুই দলই নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠী ও বিজেপির কর্পোরেটর সুষমা ববিশা উভয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তারা জানান, ঘটনাটি ঘটেছে ওয়ার্ড ৫০-এর অফিসের কাছে একটি নির্ধারিত আবর্জনা পোড়ানোর স্থানে, যেখানে পৌরসংস্থার কর্মীরা নিয়মিতভাবে বর্জ্য পোড়ান।

কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠী বলেন,

“পৌরকর্মীদের অবহেলাতেই জাতীয় পতাকার মতো সম্মানীয় প্রতীক আবর্জনার সঙ্গে পুড়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

শাহপুরা থানার উপ-পরিদর্শক হরিশ গুজারবোস গণমাধ্যমকে জানান,

“এই ঘটনার সত্যতা যাচাই ও দায়ীদের চিহ্নিত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত দুটি অভিযোগ দায়ের হয়েছে পতাকা পোড়ানোর বিষয়ে।”

প্রসঙ্গত, ভারতের জাতীয় পতাকা ‘তেরঙ্গা’ দেশটির সম্মান, ইতিহাস ও গৌরবের প্রতীক। এই পতাকা অবমাননার ঘটনা ভারতীয় আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এনডিটিভি জানিয়েছে, ভোপাল শহর পরিচালনা সংস্থার নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে ঘটেছে এই অবমাননাকর ঘটনা।

ভিডিওতে দেখা গেছে, আবর্জনার স্তুপের মধ্যে কয়েকটি জাতীয় পতাকা পুড়ছে। ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তারা তৎপর হয়ে ওঠে।

ভারতের নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এখন দেখার বিষয়—তদন্ত কতটা দ্রুত সম্পন্ন হয় এবং প্রশাসন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়