ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 07:02 AM, 08 July 2025.
Digital Solutions Ltd

পটুয়াখালীতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, শহরে জলাবদ্ধতা চরমে

Publish : 07:02 AM, 08 July 2025.
পটুয়াখালীতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, শহরে জলাবদ্ধতা চরমে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

পটুয়াখালীতে একদিনেই ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে জেলার সর্বোচ্চ। এই অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের বহু রাস্তা, ঘরবাড়ি ও বাজার। বিঘ্নিত হচ্ছে স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা।

সোমবার (৮ জুলাই) পটুয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহবুবা সূখী জানান, রোববার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার রাত পর্যন্ত টানা ১৬ ঘণ্টা অব্যাহত থাকে। তিনি আরও জানান, আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে।

সকালে শহরের ডিসি অফিস রোড, সার্কিট হাউস চত্বর, ঝাউতলা, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় দেখা যায় হাঁটু পানির চিত্র। বাসাবাড়ির উঠোনে, দোকানে ও স্কুলে পানি ঢুকে পড়েছে।

বিশেষ করে ডাক্তারপাড়া, গোরস্থান রোড, পাঠানবাড়ি, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকার চিত্র ভয়াবহ।

পৌর প্রশাসক জুয়েল রানা জানান, “জলাবদ্ধতা কমাতে আমাদের ৫-৬টি মোবাইল টিম কাজ করছে। স্লুইস গেট খোলা রয়েছে, ভাটার সঙ্গে সঙ্গে পানি নামবে আশা করছি।”

প্রচণ্ড বৃষ্টি ও জলাবদ্ধতায় পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা পেছাতে হয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধও ঘোষণা করা হয়েছে।

ব্যবসা-বাণিজ্যে পড়েছে বড় ধরনের ধাক্কা। রিকশাচালক, দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারেননি, ক্ষুদ্র দোকানিরাও দোকান খুলতে পারেননি।

গলাচিপা, দশমিনা ও বাউফলের অন্তত ৫০টির বেশি চর এলাকা প্লাবিত হয়েছে। চর আন্ডা, চর মোন্তাজ, চালিতাবুনিয়া ইউনিয়নের বিস্তীর্ণ গ্রাম পানির নিচে। সড়কপথ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, “এখন পর্যন্ত বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে উজানে পানি বাড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আমাদের হাতে ৪২০০ জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, শহরের নালা-নর্দমা অপরিষ্কার থাকার কারণেই অল্প সময়ের বৃষ্টিতেই পানি নামতে পারছে না। ফলে দীর্ঘ সময় জলাবদ্ধতা স্থায়ী হয়ে যাচ্ছে।

জেলা প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়মিত নজরে রাখা হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়