ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 03:30 AM, 05 July 2025.
Digital Solutions Ltd

৫ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

Publish : 03:30 AM, 05 July 2025.
৫ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ক্রিকেটে হার-জিত থাকবেই, কিন্তু কখনো কখনো একটি হার হয়ে ওঠে ইতিহাসের পৃষ্ঠায় লজ্জার ছাপ। ঠিক এমনই এক দিন পার করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে এমন এক ব্যাটিং বিপর্যয় দেখল ক্রিকেট বিশ্ব, যা রেকর্ড বইয়ে জায়গা করে নিলো, তবে অপমানজনকভাবে।

প্রথমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে একসময় স্কোরবোর্ডে ১ উইকেটে ১০০ রান। তানজিদ করেছিলেন ৬১ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস। তখনও মনে হচ্ছিল, দল অন্তত ২৫০ রানের দিকে যেতে পারবে। কিন্তু এরপরই ঘটে গেলো সেই অবিশ্বাস্য ধস।

মাত্র ৫ রানের ব্যবধানে পড়ল ৭টি উইকেট। ১০০/১ থেকে বাংলাদেশ হয়ে গেলো ১০৫/৮। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ব্যাটিং ধস আগে কেবল একবারই দেখা গিয়েছিল—২০২০ সালে যুক্তরাষ্ট্র ২৩ রানে ১ উইকেট হারিয়ে ৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল নেপালের বিপক্ষে। সেদিন ৮ রানের ব্যবধানে গিয়েছিল ৭ উইকেট। এবার সেটিকেও ছাড়িয়ে গেল বাংলাদেশ। মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে এখন টাইগারদের নামই জুড়েছে বিশ্বরেকর্ডে, তবে তা লজ্জার পাতায়।

ব্যাটিং লাইনআপের এমন ভেঙে পড়া হতাশাজনকভাবে মনে করিয়ে দেয় ‘তাসের ঘরের মতো ভেঙে পড়া’র পুরনো প্রবচন। উইকেটের পেছনে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বোলাররা একের পর এক তুলে নিলেন টাইগার ব্যাটসম্যানদের। কেউ পারলেন না থিতু হয়ে দাঁড়াতে। একমাত্র ব্যতিক্রম ছিল শেষ দিকে জাকের আলী অনিক। তার ফিফটি দলের লজ্জা ঢাকতে না পারলেও অন্তত হারের ব্যবধান কিছুটা কমিয়েছে।

শেষমেশ বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। শ্রীলঙ্কা ম্যাচ জেতে ৭৭ রানের বড় ব্যবধানে।

এই হারের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আগামী ৫ জুলাই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যদি টাইগাররা ঘুরে দাঁড়াতে না পারে, তবে সিরিজটাই হাতছাড়া হয়ে যাবে। তাই সেই ম্যাচে শুধুই জয়ের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে দেশি-বিদেশি সমর্থকরা যেমন হতাশ, তেমনি প্রশ্নের মুখে আবারও ব্যাটিং কোচিং, দলীয় মনোবল, এবং আত্মবিশ্বাসের অভাব। এমন ব্যাটিং ধস সামলাতে না পারলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে টাইগারদের জন্য।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়