ছবি সংগৃহীত
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান উপদেষ্টা এই সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন তার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
প্রেস ব্রিফিংয়ে এবারের ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে রাষ্ট্রীয় প্রস্তুতি, নাগরিক সম্পৃক্ততা এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। একাধিক সরকারি-বেসরকারি উদ্যোগ এবং গত একবছরের ঘটনাপ্রবাহের আলোকে গণ-অভ্যুত্থান স্মরণকে কেন্দ্র করেই এই সম্মেলনের আয়োজন।
অন্যদিকে, গণ-আন্দোলনে নারীদের ভূমিকা স্বীকৃতি দিতে ‘জুলাই উইমেন্স ডে’ পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনব্যাপী এই আয়োজনে রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং সন্ধ্যায় চমকপ্রদ ড্রোন শো।
এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানমালার মূল উদ্বোধনী পর্বটি আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে, যেখানে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইতিহাসে প্রোথিত জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে রাষ্ট্রীয় পর্যায়ে এমন সাংগঠনিক প্রস্তুতি জনসচেতনতা বৃদ্ধি এবং প্রজন্মান্তরের শিক্ষা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News