ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:43 AM, 09 July 2025.
Digital Solutions Ltd

ঢাকাসহ চার বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

Publish : 02:43 AM, 09 July 2025.
ঢাকাসহ চার বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল—এই চারটি বিভাগের কিছু এলাকায় ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে।”

এছাড়া অতিবৃষ্টির কারণে ঢাকা, খুলনা ও চট্টগ্রামের নগর এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, টানা বর্ষণ ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে দেখা দিয়েছে অন্তত ১৪টি ভাঙন।

ফলে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল, নিম্নাঞ্চলজুড়ে দেখা দিয়েছে চরম ভোগান্তি। ফেনী শহরের বেশ কিছু এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দিনভর থেমে থেমে বৃষ্টির কারণে অনেক সড়কে পানি জমে গেছে, তৈরি হয়েছে যানজট।

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের মানুষদের ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে নগরবাসীকে বৃষ্টির সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়