ছবি সংগৃহীত
বাংলাদেশের অবকাঠামোগত সুবিধা কাজে লাগাতে ভুটানকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশে যে অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে, ভুটান চাইলে তা সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারে। এতে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও বিস্তৃত হবে।”
বুধবার (৯ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কারমা হ্যামু দর্জি। বৈঠককালে তিনি ভুটানের প্রধানমন্ত্রী ডা. দাশো ত্সেরিং তোপগের শুভেচ্ছা বার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত দর্জি বলেন, “বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। চিকিৎসা শিক্ষা এবং ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা ভুটানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, ভুটান বাংলাদেশকে সঙ্গে নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং বহুমাত্রিক অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে হলে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক ভ্রমণ বাড়াতে হবে। বিশেষ করে তরুণদের মধ্যে এই সংযোগ সৃষ্টি হওয়া দরকার।”
তিনি বলেন, “বাংলাদেশ সার্কের চেতনা অক্ষুণ্ণ রাখতে এবং আঞ্চলিক একতা আরও জোরদার করতে সবসময় আগ্রহী। দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করা উচিত।”
বৈঠকের এক পর্যায়ে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পারস্পরিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকেই দৃঢ়। ভুটানই ছিল প্রথম দেশ যারা স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনে রেখে দুই দেশ বিভিন্ন খাতে ঘনিষ্ঠ সহযোগিতায় আগ্রহী।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News