ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 06:31 AM, 08 July 2025.
Digital Solutions Ltd

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১১৯তম বারের মতো

Publish : 06:31 AM, 08 July 2025.
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১১৯তম বারের মতো

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৯তম বার পিছিয়ে গেল। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত নতুন করে ১১ আগস্ট দিন ধার্য করেছেন।

এর আগে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়।

ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব ঘুরতে থাকে একাধিক সংস্থার হাতে— শুরুতে থানা পুলিশ, পরে ডিবি, তারপর র‌্যাব এবং সবশেষে তদন্তভার দেওয়া হয় পিবিআইকে।

এই মামলায় মোট আটজন আসামি রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন রুনির বন্ধু তানভীর রহমান, বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

তাদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও, কেউই এখন পর্যন্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০২3 সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এ মামলার তদন্ত তদারকির জন্য অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ার আদেশও দেন আদালত।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের ওই উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদন বারবার পেছানোর ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও হতাশা বাড়ছে। অনেকে মনে করছেন, এ মামলার তদন্ত ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে, যাতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। বারবার তারিখ পিছিয়ে এখন তদন্তই যেন প্রশ্নের মুখে।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়