ছবি সংগৃহীত
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কিছু অংশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ পূর্বাভাস দেন। আগামী কয়েকদিন ধরেই বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদপ্তর।
টানা বৃষ্টির পূর্বাভাস পাঁচদিন ধরে
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণ হতে পারে।
বুধবার (৯ জুলাই) ও বৃহস্পতিবার (১০ জুলাই) দিনগুলোতেও এমনই ধারাবাহিকভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং সামান্য তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
শুক্রবার পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ
শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, দেশের কয়েকটি অঞ্চলে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ ও রাজশাহীতেও কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণাঞ্চলে সাবধানতার আহ্বান
আবহাওয়াবিদরা বলছেন, অতি ভারী বর্ষণ দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা তৈরি করতে পারে। তাই স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News