ছবি সংগৃহীত
টেস্ট ও ওয়ানডে সিরিজে লজ্জাজনক হার—এর পর যখন মনে হচ্ছিল সফরটা শেষ হবে হতাশায়, তখন হঠাৎই রূপ পাল্টে যায় বাংলাদেশের ক্রিকেটীয় চেহারা।
শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে নেয় টাইগাররা, যা এখন শুধু জয় নয়, আত্মবিশ্বাসের এক নতুন বার্তাও।
গতকাল কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নামে স্বাগতিক লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটে।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ছিল আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক।
মাত্র ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেন,
“দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন, আমার মনে হয় একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায়, বুস্ট আপ হয় সবাই।”
তিনি মনে করেন, দ্বিতীয় টি-টোয়েন্টির বড় জয়ের পর থেকেই দলে আত্মবিশ্বাস ফিরে এসেছে—
“৮৩ রানে জয়, এটা তো যে কোনো টি-টোয়েন্টি ম্যাচেই বিশাল। আমার মনে হয়, সেখান থেকেই আমরা আত্মবিশ্বাস পেয়ে গেছি।”
শুধু দলের নয়, নিজের ক্ষেত্রেও আত্মবিশ্বাসের কথা স্পষ্ট করে বলেন লিটন। তিনি বলেন,
“বিশ্বাস তো সবসময় ছিল। আমি তো ১০ বছর ধরে খেলছি, বিশ্বাসের কমতি ছিল না। তবে যেহেতু রান পাচ্ছিলাম না, একটা ক্ষুধা তো ছিলই। চিন্তা করতাম সুযোগটা কবে আসবে। এখন মনে হচ্ছে সুযোগটা লুফে নিতে পেরেছি।”
টেস্ট ও ওয়ানডে সিরিজে নানান সমালোচনার পর এ জয় যেন টাইগারদের জন্য এক প্রাপ্তির মুহূর্ত। খেলোয়াড়েরা যেমন হাল ছাড়েননি, তেমনি সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠিন সফরে লড়াই করে জয় তুলে নেওয়াটাও দেখিয়েছে দলের মানসিক দৃঢ়তা।
এই জয় শুধু রেকর্ড গড়ার জন্য নয়, বাংলাদেশের ক্রিকেটের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্যও এক মোড়লগ্ন মুহূর্ত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News