ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:09 AM, 18 October 2025.
Digital Solutions Ltd

পাকিস্তানের বিমান হামলায় নিহত ৬, পাল্টা হামলা আফগান বাহিনীর

Publish : 12:09 AM, 18 October 2025.
পাকিস্তানের বিমান হামলায় নিহত ৬, পাল্টা হামলা আফগান বাহিনীর

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও আবারও রক্ত ঝরল আফগান মাটিতে। পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন অন্তত সাতজন। পাল্টা জবাব দিয়েছে আফগান বাহিনী—এতে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানায়, পাকতিকা প্রদেশের উরগন ও বারমাল জেলায় ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে দাবি করেছে তালেবান নিয়ন্ত্রিত জাতীয় রেডিও ও টেলিভিশন।

এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই ইসলামাবাদ ও কাবুল অস্থায়ী যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু সেই ঘোষণার পরপরই আকাশ থেকে বোমাবর্ষণ করে পাকিস্তানি বিমান। আফগানিস্তান একে “বিনা উসকানিতে সার্বভৌমত্ব লঙ্ঘন” বলে উল্লেখ করেছে।

পাকতিকা কমান্ডিং সেন্টারের মুখপাত্র বলেন—

“এই হামলা আমাদের স্বাধীনতার ওপর প্রকাশ্য আগ্রাসন। নিহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন। আফগান বাহিনী দেশের মর্যাদা রক্ষায় পাল্টা জবাব দিয়েছে।”

তালেবান বাহিনীর পাল্টা আক্রমণে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। যদিও পাকিস্তান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, পরিস্থিতি শান্ত করতে কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে জরুরি বৈঠক ডাকা হয়েছে। রয়টার্স জানিয়েছে, শুক্রবার পাকিস্তানি প্রতিনিধিদল দোহায় পৌঁছেছে, শনিবার আফগান প্রতিনিধিদল যোগ দেবেন আলোচনায়। লক্ষ্য—যুদ্ধবিরতি রক্ষা ও সীমান্ত সংঘাত নিরসনের পথ খোঁজা।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বারবার যুদ্ধবিরতি ভেঙে পড়া দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সীমান্তের দুই পাশে সাধারণ মানুষের জীবন এখন আতঙ্কে আবদ্ধ।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার