ছবি সংগৃহীত
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে এক অভিবাসীবাহী নৌকা ডুবে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। নৌকাডুবিটি ঘটেছে বুধবার (২২ অক্টোবর) রাতে, যখন অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সাব-সাহারান আফ্রিকার অভিবাসীরা।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নৌকায় প্রায় ৭০ জন অভিবাসী ছিলেন। দেশটির কর্মকর্তারা এটিকে বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন।
তিউনিসিয়ার মাহদিয়া উপকূলের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। অভিবাসীরা সাধারণত ইউরোপে পৌঁছানোর জন্য প্রথম নোঙর পয়েন্ট হিসেবে ইতালির লাম্পেদুসা দ্বীপ বেছে নেন। তিউনিসিয়ার উপকূল থেকে এই দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার, কিন্তু বিপজ্জনক উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই প্রাণ হারান।
স্থানীয় মানবাধিকার সংস্থা তিউনিশিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (FTDES) জানিয়েছে, ২০২৪ সালে ৬০০–৭০০ অভিবাসী এবং ২০২৩ সালে ১,৩০০ জনেরও বেশি অভিবাসী নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন।
তিউনিসিয়া বর্তমানে ইউরোপগামী অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। যুদ্ধ, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা থেকে পালিয়ে ভালো জীবনের সন্ধানে হাজার হাজার মানুষ প্রতিবছর বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
এই নৌকাডুবি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অভিবাসী সঙ্কট ও নিরাপদ অভিবাসনের গুরুত্ব পুনরায় মনে করিয়ে দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News