ছবি সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার ইচন শহরে ২৪তম ইচন রাইস ফেস্টিভ্যাল পালিত হচ্ছে অসাধারণ এক রাইস কেক নিয়ে—যার দৈর্ঘ্য ৬০০ মিটার। ভাতপ্রেমীদের উদ্দীপনা আর উৎসবের আনন্দে শহরজুড়ে যেন ভাতের গন্ধ ভাসছে।
শত শত রাঁধুনী একসাথে মেখে, ভাপে সেদ্ধ করে তৈরি করছেন এই বিশাল রাইস কেক। পরে সেটি ছোট ছোট টুকরো করে দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পুরো প্রক্রিয়া জুড়ে চারপাশে ভেসে বেড়ায় উল্লাস এবং করতালির ধ্বনি।
উৎসবে শুধু রাইস কেক নয়, প্রায় ১০ হাজার বাটি গরম ভাতও বিশাল কড়াইয়ে রান্না করা হচ্ছে এবং বিনামূল্যে অতিথিদের মাঝে বিতরণ করা হচ্ছে।
এছাড়া, উৎসব প্রাঙ্গণে চলছে ঐতিহ্যবাহী খেলাধুলা যেমন তীর নিক্ষেপ প্রতিযোগিতা ‘তুহো’ এবং জনপ্রিয় কোরিয়ান বোর্ড গেম ‘ইউটনোরি’। দর্শনার্থীরা জানান, এখানকার চালের স্বাদ অনন্য, স্বচ্ছ পানিতে চাষ হওয়ায় এটি একেবারে মায়ের হাতে রান্না করা খাবারের মতো।
এ বছরের উৎসবের মূল থিম হলো ‘রাইসের স্বাদে ও স্টাইলে সংযোগের আনন্দ’, যা কেবল ভাতপ্রেমীদের জন্য নয়, বরং কোরিয়ান সংস্কৃতির এক প্রাণবন্ত উদযাপন। উৎসব চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News