ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। ফ্লোরিডায় সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএইচএস-এর কর্মকর্তা ক্রিস্টি নোয়েম জানান, গ্রেপ্তারদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে বা তারা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।
নোয়েম বলেন—
“দেশজুড়ে আমরা এমন পদক্ষেপ নিচ্ছি যাতে আমাদের কমিউনিটিগুলো আরও নিরাপদ হয়, পরিবারগুলো সমৃদ্ধ হতে পারে, উন্নতি করতে পারে এবং সেই স্বাধীনতা ভোগ করতে পারে যার ভিত্তিতে এই দেশ গড়ে উঠেছে।”
প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে ‘রেকর্ড ভাঙা অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এফবিআইসহ বিভিন্ন সংস্থা সহিংস অপরাধ, মাদকবিরোধী কার্যক্রম এবং শিশুদের সুরক্ষায় অসাধারণ কাজ করছে। ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টে জানিয়েছেন—
“২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৮ হাজারেরও বেশি সহিংস অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে (রেকর্ড ভাঙা!)। আমরা যুক্তরাষ্ট্রে আইন ও শৃঙ্খলা ফিরিয়ে আনছি।”
এর আগে, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে মোট ২০ লাখ অবৈধ অভিবাসী দেশ ছাড়েছেন, যাদের মধ্যে প্রায় ১৬ লাখ স্বেচ্ছায় দেশত্যাগ করেছেন এবং ৪ লাখের বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার পদক্ষেপ রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করতে এবং অপরাধ কমাতে কার্যকরী ভূমিকা পালন করছে।
এ অভিযান ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রধান অগ্রাধিকার হিসেবে প্রতিপন্ন হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News