ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:37 AM, 23 October 2025.
Digital Solutions Ltd

দেশে বসেই অন্যদের পর্ন জগতে যুক্ত করার কাজ করত, সিআইডির অভিযানে যুগল গ্রেপ্তার

Publish : 01:37 AM, 23 October 2025.
দেশে বসেই অন্যদের পর্ন জগতে যুক্ত করার কাজ করত, সিআইডির অভিযানে যুগল গ্রেপ্তার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সিআইডি গ্রেপ্তার করেছে দেশি দম্পতিকে, যারা অন্যদের পর্ন জগতে যুক্ত করত

দেশে অবস্থান করেই আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে থাকা মুহাম্মদ আজিম (২৮) ও তার স্ত্রী বৃষ্টি (২৮)-কে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার (২০ অক্টোবর) ভোরে বান্দরবান জেলার হাজিপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করে সংস্থার এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সিআইডির মিডিয়া কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান জানান,

“শুধু নিজেরাই ভিডিও তৈরি করা নয়, তারা তরুণ-তরুণীদের এ জগতে যুক্ত করত নানাধরনের প্রলোভন দিয়ে। অভিযানকালে একাধিক গ্রুপ থেকে এ ধরনের তথ্য পাওয়া গেছে।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, আজিম ও বৃষ্টি মাত্র এক বছরে আন্তর্জাতিক পারফর্মার র‍্যাংকিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে অন্তর্ভুক্ত। ২০২৪ সালের মে মাসে তাদের প্রথম অশ্লীল কন্টেন্ট প্রকাশিত হয়, যা এক বছরে ১১২টি ভিডিও এবং ২ কোটি ৬৭ লাখেরও বেশি দর্শক পেয়েছে।

মিডিয়া কর্মকর্তা জানান, এই যুগল টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নতুন ক্রিয়েটরদের প্রলুব্ধ করত। তারা নগদ অর্থ প্রদানের প্রলোভন দেখিয়ে নতুনদেরকে নিজেদের সঙ্গে যুক্ত করত।

তিনি আরও বলেন,

“প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাও শেষ না করা এই যুগল দরিদ্র পরিবার থেকে উঠে এলেও অনলাইনে বিলাসবহুল জীবনধারার ছবি ও ভিডিও প্রকাশ করত। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং বেআইনি। তাই দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা দায়ের করা হবে এবং বিস্তারিত তদন্তে তাদেরকে রিমান্ডে আনা হবে। সিআইডি জানান, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার