ছবি সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদরাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রায় আধা ঘণ্টার জন্য ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তেজগাঁও থানা পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরায় এবং পৌনে ১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের দাবি:
সড়কে স্পিডব্রেকার স্থাপন করতে হবে
যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে
ফুটপাত দখলমুক্ত করতে হবে
নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে
ট্রাফিক তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, “শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছিল। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, এখন স্বাভাবিক।”
অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবদুল্লাহ আল ইমরান জানান, “ফার্মগেট মোড় অবরোধ করায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়েছিল।”
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সিফাত নামে একটি মাদরাসার শিক্ষার্থী লরির চাপায় নিহত হন। এরপর থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি তুলেছে এবং সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন চালাচ্ছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News