ছবি সংগৃহীত
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষম সদস্য থাকে, তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন,
“নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ নেবে। আহতদেরও চিকিৎসার পূর্ণ ব্যবস্থা করা হবে।”
ফাওজুল কবির খান আরও জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।
উপদেষ্টা বলেন,
“আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। মেট্রোরেল প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকব।”
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় চলমান মেট্রোরেলের কাজের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই নিহত হন আবুল কালাম (৩২) নামে এক যুবক। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক দেখা দেয়। তবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে স্থানীয়রা জানান,
“এত বড় প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থায় এখনও ত্রুটি আছে। এ ধরনের দুর্ঘটনা রোধে নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ জরুরি।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News