ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
অর্থনৈতিক প্রতিবেদক :
Publish : 01:22 AM, 16 February 2025.
Digital Solutions Ltd

শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার কোটি টাকা

Publish : 01:22 AM, 16 February 2025.
শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার কোটি টাকা

শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে মূল্যসূচকের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে, যদিও লেনদেনের গতি কিছুটা শ্লথ ছিল। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন মূল্যসূচক বেড়েছে, যার ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাজার মূলধন এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৬ হাজার কোটি টাকা বেড়েছে। তবে গড় দৈনিক লেনদেনের পরিমাণ সামান্য কমেছে।  

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে ১৬৬টির দাম কমেছে, আর ৪৯টির মূল্য অপরিবর্তিত ছিল। যদিও দাম বাড়া ও কমার সংখ্যা প্রায় সমান, তবুও বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধির ফলে বাজার মূলধন উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে।  

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৬ লাখ ৭৩ হাজার ৯৩০ কোটি টাকা থেকে ১৫ হাজার ৮০৯ কোটি টাকা (২.৩৫%) বেশি। গত চার সপ্তাহে বাজার মূলধনের বৃদ্ধি ছিল— আগের সপ্তাহে ৯ হাজার ১০৫ কোটি টাকা, তার আগের সপ্তাহে ৪ হাজার ২৩৮ কোটি টাকা, তারও আগে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। এই চার সপ্তাহে মোট ৩২ হাজার ৭৯৯ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে।  

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৩০ পয়েন্ট (০.৪৩%) বেড়েছে, আগের সপ্তাহে যা ছিল ৬৬.২৮ পয়েন্ট (১.৩০%)। ডিএসই-৩০ সূচক ৬.২১ পয়েন্ট (০.৩২%) বেড়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯.০৫ পয়েন্ট (০.৪৮%)। ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৩ পয়েন্ট (০.৬৯%) বেড়েছে, যেখানে আগের সপ্তাহে ছিল ১৩.৮২ পয়েন্ট (১.২২%)।   

মূল্যসূচক বাড়লেও গত সপ্তাহে গড় দৈনিক লেনদেন ছিল ৪২১ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৪২৬ কোটি ৫৯ লাখ টাকার তুলনায় ৫ কোটি ১৫ লাখ টাকা (১.২১%) কম।   

সপ্তাহজুড়ে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবির শেয়ারে, যেখানে প্রতিদিন গড়ে ১০ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছে (মোট লেনদেনের ২.৫৫%)।  

শীর্ষ তিন লেনদেনকারী প্রতিষ্ঠান:  

১. রবি আজিয়াটা – ১০.৭৩ কোটি টাকা (প্রতিদিন গড়ে)  

২. মিডল্যান্ড ব্যাংক – ৮.৮১ কোটি টাকা  

৩. ওরিয়ন ইনফিউশন – ৮.৪৪ কোটি টাকা  

 

শীর্ষ দশ লেনদেনকারী তালিকায় আরও ছিল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লাভেলো আইসক্রিম, আলহাজ টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন, এসিআই, সিটি ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা