ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:09 PM, 03 March 2025.
Digital Solutions Ltd

লাশ দাফনের আড়ালে প্রতারণা: মিল্টন সমাদ্দারের ভয়ংকর চিত্র

Publish : 11:09 PM, 03 March 2025.
লাশ দাফনের আড়ালে প্রতারণা: মিল্টন সমাদ্দারের ভয়ংকর চিত্র

মিল্টন সমাদ্দারঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

লাশ দাফনের কথা বলে সাধারণ মানুষের সহানুভূতিকে পুঁজি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’-এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। হত্যা চেষ্টা, জালিয়াতি ও মানব পাচারের মতো গুরুতর অপরাধের মামলার তদন্তে বেরিয়ে এসেছে তার প্রতারণার চাঞ্চল্যকর তথ্য।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, ডাক্তার না হয়েও মিল্টন নিজেই ছুরি-ব্লেড দিয়ে অসুস্থদের কাটাছেঁড়া করতেন। এমনকি প্রয়োজন হলে নিজ হাতে রোগীদের হাত-পা কেটে ফেলতেন! শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ৯০০ লাশ দাফনের দাবি করলেও বাস্তবে দাফন করেছেন মাত্র ১৫০টি লাশ।

"মিল্টন সমাদ্দার ও তার সহযোগীরা ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে মৃত ব্যক্তির সৎকারের নামে টাকা আদায় করতেন। এছাড়া তিনি এক এনআইডি ব্যবহার করে বুদ্ধিজীবী কবরস্থানে একাধিক লাশ দাফন করেছেন বলেও তদন্তে উঠে এসেছে।"

ফেসবুকে তার রয়েছে ১ কোটি ৬০ লাখ ফলোয়ার। এ বিশাল অনুসারীর সহানুভূতিকে কাজে লাগিয়ে কোটি টাকা অনুদান নিলেও আশ্রমের অসহায় মানুষদের চিকিৎসার জন্য কোনো অর্থ ব্যয় করেননি মিল্টন। তার ১৪টি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে ১ কোটি ৮০ লাখ টাকা।

"তিনি শুধু অর্থ নয়, অসহায় ও প্রতিবন্ধী মানুষদের ভিডিও বানিয়ে অনলাইনে দাতাদের থেকে অনুদান আদায় করতেন। কিন্তু সেই অর্থ কোথায় যেত, তা নিয়েও তদন্ত চলছে।"

মানব পাচার ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক চার্জশিট দাখিল করা হয়েছে। তবে জামিনে বেরিয়ে এসে তিনি আবারও মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

আগামী ২০ মার্চ আদালতে মিল্টনের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট উপস্থাপন করা হবে। এখন দেখার বিষয়, বিচারের মুখোমুখি হয়ে তিনি দোষী সাব্যস্ত হন কিনা।

 

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা