ছবি সংগ্রহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সকাল ৬টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিচারপতি ফারাহ মাহবুব, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।
রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান বিচারপতি ও তার সঙ্গে উপস্থিত বিচারপতিরা।
আজকের এই দিনে, দেশবাসী মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে একত্রিত হয়েছে, যার মধ্যে ছিলেন দেশের সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তাব্যক্তিরাও।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News