ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 04:15 AM, 19 March 2025.
Digital Solutions Ltd

সাত বছরের শিশু নাহিদু জান্নাতকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

Publish : 04:15 AM, 19 March 2025.
সাত বছরের শিশু নাহিদু জান্নাতকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

সাত বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ডঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

রাজধানীর বনশ্রীতে সাত বছরের শিশু নাহিদু জান্নাতকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়শ্রী সমদ্দার এই রায় দেন।

২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় নিরাপত্তাকর্মী সাইফুল ইসলামের বাসায় গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন জাহিদুল ইসলাম। অভিযোগে বলা হয়, আরবি পড়ানোর সময় শিশুটিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে দরজা আটকে ধর্ষণ করেন তিনি। পরে শিশুটির পরিবার ঘটনা জানতে পেরে খিলগাঁও থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী শিশুর পরিবার।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, "এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। আমরা সন্তুষ্ট।"

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দেন। তিনি বলেন, "আমরা মনে করি, এই রায় পুনর্বিবেচনার প্রয়োজন আছে। তাই উচ্চ আদালতে আপিল করব।"

এই রায়কে স্বাগত জানিয়েছে শিশুর পরিবারসহ মানবাধিকার কর্মীরা। তারা বলেন, শিশুদের বিরুদ্ধে নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে এমন দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। তবে, ন্যায়বিচার নিশ্চিত করতে মামলার কার্যক্রম যথাযথভাবে পরিচালনার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিষয়টি পুনরায় আলোচনায় এসেছে।

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা