ছবি সংগ্রহীত
রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি, আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।
চার দিনের রিমান্ড ইনু-মেনন-দীপুর
গত বছরের ৪ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত ওবায়দুল ইসলাম হত্যার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিন মঞ্জুর করেন।
আনিসুল হকের তিন দিনের রিমান্ড
ঢাকার মোহাম্মদপুরের বসিলায় গত বছরের ২০ জুলাই গুলিতে নিহত মো. সুজন হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
সাদেক খানের তিন দিনের রিমান্ড
একই ধরনের আরেকটি ঘটনায়, মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহত হওয়ার মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় একাধিক প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News