ছবি সংগ্রহীত
দেশের অন্যতম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন—বেলাল আহমেদ, ফসিহল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তান বিল্লাহ আদিল, আতিকুর জেনি, লুৎফুন নাহার, আলহাজ চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুননেসা আলম ও শারমিন ফাতেমা।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান চলমান থাকায়, তারা দেশত্যাগ করলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। এ কারণেই তাদের বিদেশযাত্রা বন্ধের আদেশ চেয়ে আদালতে আবেদন করা হয়, যা মঞ্জুর হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা যে কোনো সময় দেশ ছাড়তে পারেন, এমন শঙ্কার ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে মনে করছে দুদক।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News