ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:47 PM, 27 March 2025.
Digital Solutions Ltd

সাবেক উপসচিব রেজাউল করিম ধর্ষণ মামলায় খালাস

Publish : 02:47 PM, 27 March 2025.
সাবেক উপসচিব রেজাউল করিম ধর্ষণ মামলায় খালাস

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান বৃহস্পতিবার (১৩ মার্চ) কলেজছাত্রী ধর্ষণের মামলায় সাবেক উপসচিব এ কে এম রেজাউল করিম রতনকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ থাকাকালে রেজাউল করিম রতন ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করানোর পর, ২০১৭ সালের ১২ জুন তিনি তার অফিসে ডেকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ওই ছাত্রীকে অচেতন করেন এবং ধর্ষণ করেন। পরে ভিডিও আছে বলে ভয় দেখিয়ে এক বছর ধরে তাকে নিয়মিত ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী ছাত্রী ২০১৮ সালের ২৮ জুলাই ধানমন্ডি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ জানুয়ারি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ২৫ জুন অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম জর্জ বলেন, "আমরা এই রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করবো।"

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের মক্কেল ন্যায়বিচার পেয়েছেন।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।

 

 

 

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা