ছবি সংগ্রহীত
কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি। শুক্রবার (১৪ মার্চ) গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এর মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর লিবারেল পার্টির নেতৃত্বে পরিবর্তন এল।
শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক কার্নি যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ‘৫১তম অঙ্গরাজ্য’ সংক্রান্ত মন্তব্যকে ‘পাগলামি’ বলে আখ্যা দেন তিনি।
নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজা চার্লসের ব্যক্তিগত প্রতিনিধি সাইমনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথের পর গভর্নর জেনারেলের সঙ্গে হাত মেলান কার্নি এবং গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন।
কার্নির নতুন মন্ত্রিসভায় আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সম্পর্ক বিষয়কমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডমিনিক লেব্লাঙ্ক। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন। এছাড়া, সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কার্নি বলেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধের’ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। তবে কূটনৈতিক সমঝোতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেন তিনি।
কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সে লিবারেল পার্টি সবচেয়ে বড় দল হওয়ায় দলটির নতুন নেতা মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। দলীয় ভোটে তিনি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে, কার্নি ২০০৮ সালে ব্যাংক অব কানাডার গভর্নর এবং ২০১৩ সালে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News