ছবি সংগ্রহীত
বাংলাদেশ এবং চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূস। বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থানরত ইউনূস, গতকাল চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে আরও বেশিসংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি বড় বাজার সৃষ্টি হবে।
ইউনূস বলেন, “চীন আমাদের ঘনিষ্ঠ মিত্র। গত কয়েক বছরে আমাদের সম্পর্ক দৃঢ় হয়েছে, বাণিজ্য শক্তিশালী হয়েছে এবং চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আমরা ব্যাপক লাভবান হয়েছি। চীনের অর্জন দেখে বাংলাদেশের মানুষ অনেক অনুপ্রেরণা পাচ্ছে।”
বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে তাঁর ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রয়োগের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল জয়ী মুহম্মদ ইউনূস, চীনের দারিদ্র্য হ্রাস কর্মসূচিরও প্রশংসা করেন। তিনি বলেন, “বিশ্বের অধিকাংশ দেশ উন্নয়নকে জিডিপি বা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাপ হিসেবে দেখে, তবে চীন এর তুলনায় মানুষের জীবনমান উন্নয়নে মনোযোগ দিয়েছে। এই দৃষ্টিভঙ্গির কারণে চীন খুব দ্রুতগতিতে এবং ব্যাপক সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে সক্ষম হয়েছে।”
বাংলাদেশ-চীন বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বর্তমানে অনেক উন্নতির মুখে। বিগত ১৫ বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ হাজার চীনা উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে, যেখানে সাড়ে ৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।
এ বিষয়ে ড. ইউনূস বলেন, ভবিষ্যতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি আগ্রহী হবেন এবং যৌথভাবে তারা বড় বাজার গড়ে তুলবেন, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।
এসময়, সুধী মহল আশাবাদী যে, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরও গভীর হবে এবং উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News