ছবি সংগ্রহীত
যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং লেবাননের জন্য সহায়তা পর্যাক্রমে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। ট্রাম্প প্রশাসনের এক প্রভাবশালী কর্মকর্তা, ইউএসএআইডির ভারপ্রাপ্ত উপপ্রশাসক পিটার মারক্কো, এই প্রস্তাব দিয়েছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে, ১৬ ফেব্রুয়ারি মারক্কো এক ইমেইলে ইউএসএআইডির মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক ব্যুরোর প্রধান টিম মেইজবার্গারকে একটি ‘অ্যাকশন মেমো’ তৈরির নির্দেশ দেন। এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও লেবাননের মার্কিন সহায়তার ওপর ‘অস্বাভাবিক নির্ভরতা’ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন তিনি।
বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র নিশ্চিত করেছে যে, মারক্কো রোহিঙ্গা ও লেবাননের জন্য সহায়তা ধাপে ধাপে বন্ধ করতে চেয়েছিলেন। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া, মেইজবার্গ এই মেমো রুবিওকে পাঠিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মারক্কো এমন এক সময় এই ইমেইলটি পাঠান যখন তিনি ও ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) ইউএসএআইডিকে সংকুচিত করার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার উদ্যোগে কাজ করছিলেন। এরই মধ্যে তারা বহু কর্মী ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বরখাস্ত করেছেন এবং শত শত কোটি ডলারের সহায়তা বন্ধ করেছেন।
ট্রাম্প প্রশাসন ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর এক নির্বাহী আদেশে ৯০ দিনের জন্য প্রায় সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত রাখার নির্দেশ দেয়। এরপর ২৪ জানুয়ারি রুবিও রোহিঙ্গা শরণার্থী ও লেবাননে খাদ্য সহায়তার ক্ষেত্রে এই স্থগিতাদেশ থেকে কিছুটা ছাড় দেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News