ছবি সংগ্রহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। আজ (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল আদালত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দৈনন্দিন কার্যতালিকায় আজ এ মামলাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। ফেসবুকে ভারতবিরোধী একটি পোস্ট দেওয়ায় তাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর দেশজুড়ে শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়।
আবরারের বাবা বরকত উল্লাহ পরদিন চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ৩৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে গোয়েন্দা পুলিশ ২০ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট দেয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০২২ সালের ৬ জানুয়ারি নিম্ন আদালতের রায় পর্যালোচনার জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন। গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টে শুনানি শুরু হয় এবং আজ সেই রায় ঘোষণা করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News