ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 12:33 AM, 16 March 2025.
Digital Solutions Ltd

"টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকায় নিহত ২০, বিদ্যুৎহীন ২.৫ লাখ বাড়ি"

Publish : 12:33 AM, 16 March 2025.

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

"যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে একটি শক্তিশালী টর্নেডো। এর ফলে বহু অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে এবং নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এছাড়া প্রায় আড়াই লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।"

"যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, যেখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, টেক্সাসে ধুলোঝড়ের সময় তিনজন এবং আরকানসাস ও ওকলাহোমাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে।"

"পাওয়ারআউটেজ সাইটের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল পর্যন্ত ছয়টি অঙ্গরাজ্যের ২ লাখ ৪০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। টর্নেডোর কারণে সৃষ্ট এই দুর্যোগের মধ্যে আরও তীব্র আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।"

"জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, এই অঞ্চলে 'বিশেষভাবে বিপজ্জনক' পরিস্থিতি বিরাজ করছে এবং একাধিক শক্তিশালী টর্নেডো আঘাত হানতে পারে। ঝড়ের সময় এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী আশ্রয়ে নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।"

"মিসৌরির গভর্নর মাইক কেহো জানিয়েছেন, তার রাজ্যে ‘তীব্র ঝড় এবং টর্নেডোতে বিধ্বস্ত’ হয়েছে। জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মিসৌরিতে ২৫টি কাউন্টিতে ১৯টি টর্নেডো আঘাত হেনেছে।"

"আরকানসাসে তিনজন মারা গেছেন এবং ২৯ জন আহত হয়েছেন, যার ফলে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন।"

"এছাড়া, আলাবামা, ফ্লোরিডা এবং জর্জিয়াতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এনডব্লিউএস পূর্বাভাস দিয়েছে, রোববারের মধ্যে টর্নেডো আলাবামা, ফ্লোরিডা এবং জর্জিয়াতে ছড়িয়ে পড়তে পারে।"

"দেশটির জনগণকে আরও সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে, এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা রয়েছে।"

 

 

 

 

 

 

 

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা