ছবি সংগ্রহীত
বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার (১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, "একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি যে ধারণা, এই রায়ের মাধ্যমে সেটাই প্রতিষ্ঠিত হলো।"
তিনি আরও বলেন, "আজকের রায়ের মধ্য দিয়ে সমাজে এই বার্তা গেল যে, কেউ যত শক্তিশালীই হোক, পেছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই, ন্যায় বিচার নিশ্চিত হবেই।"
এর আগে, হাইকোর্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির সাজা বহাল রাখেন এবং ৫ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। পরদিন তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত রায় দেন, যা আজ হাইকোর্টে বহাল রাখা হলো।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News