ছবি সংগ্রহীত
মার্কিন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই শতাধিক ভেনেজুয়েলার নাগরিককে এল সালভাদরে নির্বাসিত করেছে যুক্তরাষ্ট্র। রোববার স্থানীয় সময় সকালে একটি সামরিক বিমানে করে তাদের এল সালভাদরে পাঠানো হয়।
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানিয়েছেন, অবতরণ করা বিমানটিতে কুখ্যাত গ্যাং ‘ত্রেন দে আরাগুয়া’র ২৩৮ জন সদস্য এবং আন্তর্জাতিক গ্যাং এমএস-১৩এর ২৩ জন সদস্য ছিলেন। এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক জেমস বোয়াসবার্গ ১৭৯৮ সালের ‘অ্যালিয়েন এনিমিস অ্যাক্ট’ ব্যবহারের মাধ্যমে জোরপূর্বক অভিবাসী নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে আদালতের এই নির্দেশনা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন নির্বাসন কার্যকর করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নির্বাসন চুক্তিকে ‘বিশ্বের সবচেয়ে নজিরবিহীন এবং ব্যতিক্রমী অভিবাসন ব্যবস্থা’ বলে উল্লেখ করেছেন।
প্রেসিডেন্ট বুকেলে জানিয়েছেন, নির্বাসিত এই বন্দিদের এল সালভাদরের উচ্চ-নিরাপত্তার সন্ত্রাসবিরোধী বন্দিশিবির সিইসিওটিতে এক বছরের জন্য রাখা হবে। তবে প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে।
তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্র এদের জন্য সামান্য পরিমাণ অর্থ দেবে, তবে আমাদের জন্য এর মূল্য অনেক বেশি।’
ভেনেজুয়েলা এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। দেশটির মতে, এই যুদ্ধকালীন আইন প্রয়োগ অভিবাসীদের অপরাধী হিসেবে চিত্রিত করছে।
এদিকে, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বন্দিদের হাত ও পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় বিমান থেকে নামানো হচ্ছে। পরে সাঁজোয়া যান ও বাসে তুলে তাদের বন্দিশিবিরে পাঠানো হয়।
উল্লেখ্য, প্রায় ৪০ হাজার বন্দি ধারণক্ষমতাসম্পন্ন এই উচ্চ-নিরাপত্তার কারাগার বুকেলের অপরাধ দমন পরিকল্পনার অন্যতম অংশ। তবে মানবাধিকার সংস্থাগুলো এটিকে বন্দিদের অমানবিক নির্যাতনের কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News