ছবি সংগ্রহীত
রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির নিহতের ঘটনায় করা মামলায় রিমান্ড শুনানিতে আদালতে আবেগপ্রবণ হয়ে পড়েন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। সোমবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।
সকাল ৯টা ৫০ মিনিটে শাজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হলে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। সকাল ১০টা ৮ মিনিটে শুনানি শুরু হলে মামলার তদন্ত কর্মকর্তা তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়, অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
শুনানির একপর্যায়ে শাজাহান খান আদালতের অনুমতি নিয়ে আবেগঘন কণ্ঠে বলেন, "আমি গুলি চালানোর আদেশ দিইনি, কেন আমার বিরুদ্ধে মামলা করা হলো? আমার ছেলেকেও আসামি করা হয়েছে, সে তো ঢাকায় ছিলই না। পাঁচ মাস ধরে তার সঙ্গে দেখা হয়নি।" কথাগুলো বলতে বলতেই তিনি কাঁদতে থাকেন এবং দুই হাত জোড় করে কথা বলার সময় চান।
তিনি আরও বলেন, "চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছয়টি হত্যা মামলার আসামি, আমি তার পক্ষে ছিলাম না বলেই ষড়যন্ত্রমূলকভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে।"
শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি টিস্যু দিয়ে চোখ মুছতে থাকেন। পরে সকাল ১০টা ৪০ মিনিটে পুলিশ হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে তাকে আদালত থেকে বের করে নিয়ে যায়।
অন্যদিকে, শাজাহান খানের আইনজীবীরা আদালতে দাবি করেন, নিহত রফিকুল ইসলামের মা ও স্ত্রী মামলার বাদী লুৎফুর রহমানকে চেনেন না এবং তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বাদী লুৎফুর রহমানের শ্বশুর সিরাজুল ইসলাম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হত্যার মামলার আসামি। সিরাজুল ইসলাম নিজেকে রক্ষা করতে শাজাহান খানকে মামলায় ফাঁসিয়েছেন বলে তারা অভিযোগ করেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News