ছবি সংগ্রহীত
ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করেছে চীন। দেশটির ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকেসোর দাবি, তাদের তৈরি নতুন ওষুধ ‘ইভোনেসিম্যাব’ ফুসফুস ক্যানসারের চিকিৎসায় মার্কিন ওষুধ কিট্রুডার চেয়েও বেশি কার্যকর।
আকেসোর চেয়ারম্যান ও সিইও ড. মিশেল শিয়া বলেন, “বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান কিট্রুডার বিকল্প তৈরির চেষ্টা করলেও সফল হয়নি। আমরাই প্রথম কার্যকর সমাধান নিয়ে এসেছি।”
বিশ্ব ফুসফুস ক্যানসার সম্মেলনের তথ্য অনুযায়ী, ইভোনেসিম্যাব গ্রহণকারী রোগীরা গড়ে ১১ মাসেরও বেশি সময় সুস্থ থাকছেন, যেখানে কিট্রুডার ক্ষেত্রে এই সময় মাত্র ৫ মাসের কিছু বেশি।
সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং শান এই আবিষ্কারকে ক্যানসার চিকিৎসায় ‘যুগান্তকারী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ইভোনেসিম্যাব যদি কিট্রুডার চেয়ে কার্যকর প্রমাণিত হয়, তাহলে বিশ্ববাজারে বড় পরিবর্তন আসবে।”
বিশ্লেষকদের মতে, শক্তিশালী গবেষণা কাঠামো, কম খরচে উন্নত গবেষণা সুবিধা এবং রোগীর সংখ্যা বেশি হওয়ায় চীন দ্রুত নতুন ওষুধ উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে। গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে, তবে এই ব্যবধান দ্রুত কমছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News