সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারিঃ ছবি সংগ্রহীত
বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল ধরনের মৎস্য নৌযানে যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
বুধবার (১৯ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এইচ. এম. খালিদ ইফতেখার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩-এর বিধি ৩-এর উপবিধি (১) এর দফা (ক) অনুযায়ী, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য উল্লিখিত সময়কালে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এই নিষেধাজ্ঞার ফলে দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যৎ মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ সময়ে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় এবং তাদের আর্থিক সহায়তা প্রদানে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও বিবেচনা করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News