ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 06:29 AM, 27 March 2025.
Digital Solutions Ltd

ঢাকাকে ন্যায্য শহর হিসেবে গড়তে কাজ করছেন ডিএনসিসি প্রশাসক

Publish : 06:29 AM, 27 March 2025.
ঢাকাকে ন্যায্য শহর হিসেবে গড়তে কাজ করছেন ডিএনসিসি প্রশাসক

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বক্তব্যে জানিয়ে দিয়েছেন যে, তিনি ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তিনি বলেন, নতুন ১৮টি ওয়ার্ডে উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সেখানে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন সবচেয়ে বেশি।

ডিএনসিসি প্রশাসক জানান, ৩৬টি ওয়ার্ড নিয়ে গঠিত ডিএনসিসির পর, নতুন ১৮টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে, যেগুলি মূলত গ্রামাঞ্চল। এসব অঞ্চলে উন্নয়ন এবং অবকাঠামোগত কাজ খুবই প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, ঢাকাকে একটি ন্যায্য শহর হিসেবে গড়ে তুলব।"

বৃহস্পতিবার (২৭ মার্চ) মিরপুর ডিওএইচএস থেকে দিয়াবাড়ি সংযোগ সড়ক এবং নতুন ১৮টি ওয়ার্ড প্রকল্পের আওতায় উত্তরা আজমপুর কাঁচাবাজার থেকে চামুরখান পর্যন্ত রাস্তার উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, “ঢাকাকে ন্যায্য শহর গড়তে হলে সেসব জায়গায় বেশি উন্নয়ন ও ইনভেস্টমেন্ট করতে হবে যেখানে প্রয়োজন সবচেয়ে বেশি। আমি লক্ষ্য করেছি, যেখানে পয়সাওয়ালারা এবং প্রভাবশালীরা বেশি থাকেন, সেসব জায়গায় বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু আমি চাই, যেসব জায়গায় বেশি প্রয়োজন, সেসব জায়গায় সবচেয়ে বেশি উন্নয়ন এবং ইনভেস্টমেন্ট করতে হবে।”

তিনি আরও জানান, নতুন ১৮টি ওয়ার্ডের জন্য উন্নয়নের কাজ চলছে, এবং এই অঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। এয়ারপোর্ট থেকে দক্ষিণখান পর্যন্ত ঢাকা শহরের পূর্ব-পশ্চিমের সংযোগ সড়কগুলোতে কাজ চলছে, এবং ঈদের পরেই আঞ্চলিক সড়কগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হবে।

এছাড়াও, ডিএনসিসি প্রশাসক জানান যে, ইতোমধ্যে প্রধান সড়কগুলোর মেরামত কাজ প্রায় শেষ হয়েছে। সমস্ত প্রধান সড়কের গর্ত মেরামত করে রাস্তা সমান করা হয়েছে। তবে তিনি এও বলেন, বর্তমানে টিমের লোকবল খুবই কম এবং তারা মাত্র ২০% লোকবল নিয়ে কাজ করছে, তারপরেও তাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়নকারী কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজাজ বলেন, "আমরা এমন একটি শহর গড়তে চাই যার নিজস্ব একটি গল্প থাকবে। সবার অংশগ্রহণে আমরা একটি ন্যায্য এবং আধুনিক ঢাকা গড়ে তুলব, যেখানে প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন ও সেবা সমানভাবে পৌঁছাবে।"

এখন দেখতে হবে, ডিএনসিসির এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হয় এবং ঢাকা শহরের আরও উন্নতি সাধিত হয়।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা