ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 01:14 AM, 30 March 2025.
Digital Solutions Ltd

ঈদযাত্রায় বাড়তি ভাড়া: শেষ সময়ে লোকাল বাসে ভরসা ঘরমুখো যাত্রীদের

Publish : 01:14 AM, 30 March 2025.
ঈদযাত্রায় বাড়তি ভাড়া: শেষ সময়ে লোকাল বাসে ভরসা ঘরমুখো যাত্রীদের

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ ঘরমুখো হয়ে শেষ মুহূর্তে যাত্রা করছেন। তবে রাজধানী ঢাকার সায়েদাবাদ এবং যাত্রাবাড়ী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখা গেছে, অনেক যাত্রী সায়েদাবাদ-পদ্মা-খুলনা রুটের সরাসরি বাসে সিট না পাওয়ায় লোকাল বাসে বাড়তি ভাড়া দিয়ে ঘরে ফিরছেন। সায়েদাবাদ-চট্টগ্রাম রুটে কিছু বাসে সিট থাকলেও সেখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

রোববার (৩০ মার্চ) সরেজমিনে দেখা গেছে, ঈদ সামনে রেখে দক্ষিণাঞ্চলের যাত্রীরা এখন শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন। সোহাগ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ, গ্রীন লাইন, দোলা প্রভৃতি সরাসরি পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বাসে সিট ফাঁকা নেই। এর ফলে ঘরমুখো যাত্রীরা এখন ভরসা পাচ্ছেন লোকাল বাসগুলোর ওপর। এসব বাসে যাত্রীদের ভাড়া ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন অনেক যাত্রী।

ইমপেরিয়াল এক্সপ্রেসের ম্যানেজার টুকু মাহমুদ জানান, ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি রুটে তাদের বাস চললেও, এ বছর যাত্রী সংখ্যা প্রত্যাশার তুলনায় কম। শ্যামলী এনআর ট্রাভেলসের ম্যানেজার সোহেল হাসান বলেন, যাত্রী সংখ্যা কম হলেও তাদের কোনো কোচেই সিট ফাঁকা নেই এবং সব সিট বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন।

এক যাত্রী ইব্রাহিম খলিল বলেন, ঈদে বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল না, তবে হুট করেই যাচ্ছেন। তিনি জানান, রাস্তায় বেরিয়ে বাসের ভাড়া ৭০০ থেকে ৮০০ টাকা চাওয়া হচ্ছে, যা স্বাভাবিক নয়। অন্য এক যাত্রী, ফারিয়া মাহবুব বলেন, ঈদে গ্রামে যাওয়ার জন্য ৫০০ টাকার সিএনজি ভাড়া ৬০০ টাকা নিয়ে নেওয়া হয়েছে।

বরিশালগামী যাত্রী রফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর সুবিধা থাকার পরও বাসে ভাড়া অনেক বেশি। ২৫০ টাকার লঞ্চ ভাড়া, বাসে ৩ থেকে ৪ গুণ বেশি নেওয়া হচ্ছে।

এছাড়া, ফরিদ মিয়া বলেন, ভালো বাসের সিট না পাওয়ায় লোকাল বাসে যেতে হচ্ছে, যা নানা সমস্যার সৃষ্টি করতে পারে।

এ পরিস্থিতিতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছেন যাত্রীরা, যাতে ঈদযাত্রায় কোনো ধরনের দুর্বিপাক বা অযাচিত ভাড়া আদায় থেকে যাত্রীরা মুক্ত থাকতে পারেন।

 

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা