ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:46 PM, 28 March 2025.
Digital Solutions Ltd

ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কারণ ও এর বিভিন্ন দিক

Publish : 11:46 PM, 28 March 2025.
ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কারণ ও এর বিভিন্ন দিক

ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কারণ ও এর বিভিন্ন দিকঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম। যখন ভূগর্ভের পৃষ্ঠের প্যানেলে বা ফল্ট লাইনে বড় ধরনের সংঘর্ষ ঘটে, তখন শক্তিশালী কম্পনের সৃষ্টি হয়, যা বিশ্বজুড়ে মানবসম্পদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করতে পারে। তবে কেন কোনো ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয়, আবার কোথাও কম? চলুন, আজ আমরা জানবো সেই কারণগুলোর বিস্তারিত।

প্রথমেই যেটা দেখতে হবে, তা হলো ভূমিকম্পের মাত্রা ও স্থায়ীত্বকাল। যখন কম্পনের মাত্রা বেশি হয় এবং যদি কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। ২০০৪ সালের সুমাত্রা ভূমিকম্প যেমন এক্ষেত্রে একটি ভয়াবহ উদাহরণ, যেখানে প্রবল জলোচ্ছ্বাসের ফলে প্রায় ২৩০,০০০ মানুষের প্রাণহানি ঘটে।

গভীরতাও ভূমিকম্পের ক্ষতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূগর্ভের গভীরতা যত কম, ভূমিকম্প তত শক্তিশালীভাবে অনুভূত হয়, এবং অবকাঠামোর ওপর তার প্রভাব ততই বেশি।

এছাড়া, ভূমিকম্পের সময়ও একটি বড় ফ্যাক্টর। রাতের বেলায় যখন অধিকাংশ মানুষ ঘুমাচ্ছে, তখন কম্পনের প্রভাব অনেক বেশি হয়, কারণ বেশিরভাগ ভবনই অপর্যাপ্ত নিরাপত্তা নিয়ে নির্মিত হয়। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে মরোক্কোয় ভূমিকম্পের সময়ে রাতের আধারে বহু ভবন ধসে পড়ে, যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে।

ভবনের অবস্থা ভূমিকম্পের ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। ভূমিকম্প সহনশীল আধুনিক ভবনগুলো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে অনেক কম ক্ষতির মুখোমুখি হয়। জাপানে এমন ভবনগুলোর উদাহরণ রয়েছে, যেখানে সঠিক নির্মাণ নীতিমালা মেনে তৈরি করা হয়েছে।

এছাড়া, জনসংখ্যার ঘনত্বও একটি বড় কারণ। ভূমিকম্প যদি জনবসতি থেকে দূরে আঘাত হানে, তবে ক্ষতির পরিমাণ অনেক কম হতে পারে। যেমন, ২০২১ সালে আলাস্কায় ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হলেও এতে কোনো প্রাণহানি হয়নি, কারণ সেটি জনবসতি থেকে অনেক দূরে ঘটেছিল।

শেষে, মাটির ধরন এবং জরুরি উদ্ধার তৎপরতা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কাদামাটির মতো নরম মাটির ওপর ভূমিকম্পে বেশি ধ্বংস সাধিত হয়, আর দ্রুত উদ্ধার তৎপরতা ক্ষতিগ্রস্তদের বাঁচাতে সাহায্য করে।

তাহলে, শুধু ভূমিকম্পের শক্তি নয়, উপরোক্ত নানা উপাদানও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা