ছবি সংগ্রহীত
স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৯ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
তিনি বলেন, "স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি। এখনও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। সুতরাং নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্নই আসে না।"
স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "জনগণের প্রাত্যহিক নানা সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু জনপ্রতিনিধি না থাকায় সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে সেবা ব্যাহত হচ্ছে। ফলে জনগণের দুর্ভোগ বাড়ছে। তাই আমরা বারবার স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলে আসছি।"
তিনি আরও বলেন, "প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম পদ্ধতি।"
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News