নেতজারিম করিডোরে ইসরাইলের নতুন স্থল অভিযানঃ ছবি সংগ্রহীত
গাজা উপত্যকায় নতুন করে ‘স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি বাহিনী। নেতজারিম করিডোরের অংশ পুনরুদ্ধারের লক্ষ্যে বুধবার (১৯ মার্চ) এই অভিযান শুরু করা হয় বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
নতুন আগ্রাসনের ইঙ্গিতইসরাইলের এই পদক্ষেপ গাজার যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই বিমান হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এবার স্থল অভিযানের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নেতজারিম করিডোর: সামরিক কৌশলইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার উত্তর ও দক্ষিণের সংযোগস্থল নেতজারিম করিডোরে ‘উদ্দেশ্যপ্রণোদিত স্থল তৎপরতা’ চালাচ্ছে। এই করিডোরটি সামরিক অঞ্চলের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছিল, যা যুদ্ধবিরতির সময় ইসরাইলি বাহিনী খালি করেছিল। তবে নতুন অভিযানে তারা এই করিডোরের ‘কেন্দ্রস্থল পর্যন্ত’ নিয়ন্ত্রণ বিস্তারের পরিকল্পনা করেছে।
বাফার জোন তৈরির চেষ্টানিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে ‘আংশিক বাফার জোন’ তৈরি করতে চায়। এর ফলে গাজার জনসাধারণের চলাচল এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও বাধাগ্রস্ত হতে পারে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়াইসরাইলের এই নতুন অভিযানের ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই অভিযান গাজায় চলমান সংকটকে আরও গভীর করবে।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News