ছবি সংগ্রহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মহিবুব আলম শাহ স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে বৈঠকে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন পর্যবেক্ষকদের নীতিমালা প্রণয়ন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
বৈঠকের আলোচ্যসূচি:
১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ।
২. নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম।
৩. দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন।
৪. ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা চূড়ান্তকরণ।
৫. নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।
ইসি সূত্র জানিয়েছে, সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। আইন সংশোধনের পর ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় সীমানা পুননির্ধারণ করা হবে। এ সংক্রান্ত চার শতাধিক আবেদন ইতোমধ্যে জমা পড়েছে।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন গ্রহণের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষকদের নীতিমালার সংস্কার ও নিবন্ধন কার্যক্রম যাচাই-বাছাই করে অনুপযুক্তদের নিবন্ধন বাতিলের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি সংশোধনের দিকেও নজর দিচ্ছে ইসি।
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News