ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 01:12 AM, 20 March 2025.
Digital Solutions Ltd

তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

Publish : 01:12 AM, 20 March 2025.
তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

সন্ধ্যার মধ্যে দেশের তিন অঞ্চলের উপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রাজশাহী, কুষ্টিয়া এবং পাবনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। তবে এটি বিচ্ছিন্ন ধরনের, যার ফলে দেশের সব এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই বৃষ্টিবলয় বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে ২৪ মার্চ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের ৪০-৫০ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরু হওয়ার আগে পশ্চিম আকাশে মেঘ জমতে পারে, এরপর কালবৈশাখীর মতো দমকা হাওয়া, বজ্রপাতসহ ৫ থেকে ১০ মিনিটের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, তবে কোনো কোনো এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিও হতে পারে।

বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট বিভাগসহ কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে, তবে চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। এছাড়া, এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কলকাতা ও পশ্চিমবঙ্গে।

আবহাওয়া পরিবর্তনের ওপর সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা