ঈদযাত্রায় যানবাহন নিরাপত্তা নিশ্চিতের দাবি যাত্রী কল্যাণ সমিতিরঃ ছবি সংগ্রহীত
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা ও যানজট কমাতে ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
তিনি বলেন, প্রতিবছর ঈদে ফিটনেসবিহীন, পুরনো বাস, ট্রাক, লেগুনা, মাইক্রোবাস, নছিমন-করিমনসহ নানা ধরনের যানবাহন দূরপাল্লার যাত্রীপরিবহনে নেমে পড়ে, যা দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি করে। এর ফলে মানুষের নিরাপত্তা ও যাত্রার সুবিধা ব্যাপকভাবে বিঘ্নিত হয়।
গত ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত এবং ১,৩৯৮ জন আহত হয়, রেল দুর্ঘটনায় ২৪ জন প্রাণ হারায়, এবং নৌপথে ৭ জন নিহত হয়। এবারের ঈদে দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
সমিতির মহাসচিব আরও জানান, সারাদেশে প্রায় ৫ লাখেরও বেশি ফিটনেসবিহীন যানবাহন চলছে, যার মধ্যে রয়েছে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন-করিমন ও মোটরসাইকেল। এসব যানবাহন সড়ক-মহাসড়কে যাত্রীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
তিনি সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, সড়ক, রেল ও নৌপথে আনফিট যানবাহনের চলাচল বন্ধ করতে হবে। এ ছাড়া, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের বসার ব্যবস্থা, শৌচাগারসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়া, পথে পথে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এসব ব্যবস্থা গ্রহণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন ঈদযাত্রা হয় নিরাপদ ও সুষ্ঠু।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News