ছবি সংগ্রহীত
যুক্তরাষ্ট্রে সম্প্রতি বিদেশি দর্শনার্থীদের আটক ও নির্বাসনের ঘটনায় এবার দেশটিতে ভ্রমণের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও জার্মানি।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ সংক্রান্ত নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষ প্রবেশের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করে এবং নিয়ম ভঙ্গ করলে গ্রেফতার বা আটকের ঝুঁকি রয়েছে।
অন্যদিকে, জার্মানি জানায়, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা নেই। এমন কয়েকটি ঘটনার উল্লেখ করে তারা জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ।
এ ধরনের ঘটনায় সাম্প্রতিক এক নজির কানাডীয় অভিনেত্রী জেসমনি মুনির আটক হওয়া। মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে তাকে ১২ দিন আটক রেখে শোচনীয় অবস্থায় কানাডায় ফেরত পাঠানো হয়।
এছাড়া, গত মাসে এক ফরাসি বিজ্ঞানীর ফোনে ট্রাম্পবিরোধী বার্তা পাওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এই ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছে। মার্কিন কর্তৃপক্ষও জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে যেকোনো ব্যক্তিকে আটক করা হতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News