ইস্তাম্বুলে মেয়র গ্রেপ্তার: তৃতীয় দিনের মতো বিক্ষোভঃ ছবি সংগ্রহীত
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। সরকার চার দিনের বিক্ষোভ নিষেধাজ্ঞা জারি করলেও প্রতিবাদ অব্যাহত রয়েছে। পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহারের মধ্যেও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তাকে ১০৫ জনের সঙ্গে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে 'উসকানিমূলক' পোস্ট দেওয়ার অভিযোগে আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
বিরোধীদলীয় নেতা ওজগুর ওজেল জানান, ইস্তাম্বুলে তিন লাখেরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রাস্তা ও সেতু বন্ধ করে প্রতিবাদ চলছে।
এরই মধ্যে ইমামোগলুর ডিপ্লোমা ডিগ্রি বাতিল করেছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, যা তাকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করার ষড়যন্ত্র বলে দাবি করছে বিরোধীরা। ইমামোগলু এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।
এদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই বিক্ষোভ সহ্য করা হবে না। তিনি সিএইচপি-কে দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছেন।
বিরোধীরা এই গ্রেপ্তারকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে দেখছেন। তবে সরকার জানিয়েছে, তুরস্কের আদালত স্বাধীনভাবে কাজ করছে।
ইস্তাম্বুলসহ ৩২টি প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভকে সিএইচপি ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়েছে। এ পর্যন্ত অন্তত ৮৮ জন বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন, আহত হয়েছেন ১৬ জন পুলিশ কর্মকর্তা। সামাজিক মাধ্যমে বিক্ষোভ সমর্থনের অভিযোগে আরও ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
২০১৯ সালে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে ইমামোগলু ইস্তাম্বুলে ক্ষমতাসীন একে পার্টির ২৫ বছরের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়েছিলেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকলেও, তার আগেই তাকে কারাগারে পাঠানো হলো।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News