ছবি সংগ্রহীত
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি। শুক্রবার (২১ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, "বিমসটেকের সাইড লাইনে ড. মুহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী মোদির বৈঠক নিয়ে কোনো আপডেট নেই। এ বিষয়ে দিল্লি এখনো সিদ্ধান্ত নেয়নি।"
এর আগে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য সম্মেলনে মোদি ও ইউনূসের দেখা হতে পারে, তবে আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা, তা নিশ্চিত নয়।
এদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময়ও বাংলাদেশের পক্ষ থেকে মোদির সঙ্গে বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল, তবে সেটি হয়নি। সর্বশেষ গত ১৯ মার্চ ঢাকা আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, তবে এখনও কোনো সাড়া মেলেনি।
আগামী ২-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ৩ এপ্রিল ব্যাংকক পৌঁছে ৪ এপ্রিল দেশে ফিরবেন। বৈঠকটি হলে, এটি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ভারতের প্রথম উচ্চপর্যায়ের সাক্ষাৎ হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News