ছবি সংগ্রহীত
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আগামী ২৩ এপ্রিল হাইকোর্টে অনুষ্ঠিত হবে। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও মো. আলী রেজার বেঞ্চ রোববার (২৩ মার্চ) জামিন শুনানির দিন নির্ধারণ করেছেন, যা ঈদ ও অবকাশকালীন ছুটির পর হবে।
চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত খারিজ করেছিল, পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন। ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন।
গত বছরের ২৬ নভেম্বর জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংস ঘটনা ঘটে, যার মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এর পর পরই চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News