ছবি সংগ্রহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানাটা অত্যন্ত জরুরি। মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর খবরের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
রোববার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) আয়োজিত ‘মিডিয়া ইন দি এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন: চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান আরও বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব সঠিক তথ্য পরিবেশন করা। কিন্তু বর্তমানে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যার ফলে সমাজে ভুল ধারণা তৈরি হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়, যা প্রকৃত সত্যকে আড়াল করে দেয়।
তিনি আরও বলেন, গণমাধ্যমের মালিকানা কাদের হাতে রয়েছে, সেটি বুঝে সংবাদ প্রচারিত হওয়া উচিত। গত ২০-২৫ বছরে গণমাধ্যমের কাঠামো ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং সঠিক সংবাদ পরিবেশন নিশ্চিত করতে এই পরিবর্তনগুলো নিয়েও গভীরভাবে ভাবতে হবে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড. দ্বীন মুহাম্মদ সুমন রহমান, এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে প্রমুখ।
এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News